টিম ভিউয়ার হচ্ছে P2P ও ডেস্কটপ শেয়ারিং এর এক অনন্য বাস্তবতা। টিম ভিউয়ার এর সাহায্যে আপনি আপনার পিসি হতে অন্য পিসিতে খুব সহজেই রিমোট এক্সেস সহ ফাইল শেয়ারিং ও ঐ পিসিটি আপনার পিসি হতে চালাতে পারবেন। অর্থাৎ আপনার পার্টনার এর পিসিতে তার অনুমতিক্রমে আপনি রিমোটলি এক্সেস সহ তার পিসিটি নিয়ন্ত্রন করতে পারবেন। এছাড়া বাড়তি সুবিধা হিসেবে চ্যাটিং তো থাকছেই। এটি চালানোর সময় আপনার মনে হবে যে আপনি আপনার পিসিটিই চালাচ্ছেন।

কোথায় পাবেন ?
আপনি এই অনন্য সফটওয়্যারটির সব বিস্তারিত তথ্য সহ ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে http://www.teamviewer.com/index.aspx

2 comments:
very good
Ki kore disconnected kora jabe?
Post a Comment