Wednesday, January 6, 2010

সকল ইমেইলের জন্য পপ ক্লাইন্ট

ওয়েব মেইল জনপ্রিয় হলেও অনেকের ক্ষেত্রে পপ ব্যবহার বেশ সুবিধাজনক। বিশেষ করে যাদের ইন্টারনেটের গতি কম বা যারা ডায়াল-আপ ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন কারণে পপ ব্যবহারের প্রয়োজন হয়। জনপ্রিয় ইমেইলগুলোর মধ্যে একমাত্র ইয়াহু সাধারণ ব্যবহারকারীদের পপ ব্যবহার করতে দেয় না। তবে ইয়াহু প্লাস ব্যবহারকরীরা পপ ব্যবহার করতে পারে। এমতবস্থায় থান্ডারবার্ড বা আউটলুকে সরাসরি ইয়াহু পপ ব্যবহারের সুযোগ নেই।


কিন্তু আপনি যদি পপপিপার ব্যবহার করেন তাহলে ইয়াহুর পাশপাশি জিমেইল, হটমেইল, লাইভমেইল, রেডিফ মেইলসহ অনান্য প্রায় সকল ওয়েব মেইলেরই পপ ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড প্রোটেক্টেড এই সফটওয়্যারে POP3 এবং IMAP এর সকল সুবিধা পাবেন। মাত্র ১.০১ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এছাড়াও এই সাইটে সফটওয়্যারটিরhttp://www.poppeeper.com/ বেশ কিছু প্লাগ-ইন্স আছে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণেই চলবে।

0 people like this tune.
Like

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .