এই সফটওয়ারে অনেক অপশন আছে যার মাধ্যমে ইউজার সব পেজ কে বা তার পছন্দ মত পেজকে বা একটি পেজের নির্দিস্ট কোন অংশকে সেভ করতে পারে। আবার পেজের ছবি বা সেপকে বাদ ও দিতে পারে। তবে এটির মাধ্যমে সেভ করা DOC ফাইলের size মূল PDF ফাইল থেকে একটু বড় হয়।

Free PDF to Word Doc এর কী ফিচারসমুহ:
সহজে PDF থেকে DOC ফরমেটে ফাইলে ওরিজিনাল ফরমেটে সেভ করা
PDF এর text labels, graphics, shapes কে Extract করা
সব পেজ বা পছন্দ মত পেজকে বা একটি পেজের নির্দিস্ট কোন অংশকে সেভ করা
সব ভার্সনের PDF কে সাপোর্ট করে
দ্রুত কনর্ভাট করে
ব্যবহারে সহজ
এখান থেকে Download http://www.hellopdf.com/download.phpকরুন।

0 comments:
Post a Comment