আমাদের দেশের নেটের যে স্পিড , তাতে ইন্টারনেটের স্পিড নিয়ন্ত্রনের প্রশ্নই আসে না । কিন্তু আপনি যদি ওয়াইমেক্স বা জিপিআরএস ব্যবহারকারী হন, যাদের ইউসেজ লিমিট আছে তাদের জন্য এটি দরকারী হতে পারে । এই টিউনে দুটি তেমনি দুটি টুলের কথা বলব । এগুলো আপনার ইন্টারনেটের স্পিড নিয়ন্ত্রন করবে । অর্থাৎ আপনার ডাউনলোড স্পিড যদি 512Kbps হয় তাহলে আপনি চাইলে তা 256Kbps বা তারও কম করে রাখতে পারবেন ।
Shunra Nimbus: এটি ব্যবহার করা অনেক সহজ । ইনস্টলের পর এটি চালু করে ব্যান্ডউইড সিলেক্ট করুন ও play চাপুন ব্যাস । এটি 14.4, 28.8, 33.6, 56.0, 64.0, 128.0 ও 256.0. কিলোবিটের স্কেল সাপোর্ট করে এখান থেকে ডাউনলোড করে নিন http://jack.tiscali.it/download/scheda.php?id=nimbus.exe
Traffic Shaper XP: এই টুলটি ব্যবহার করা একটু কঠিন । ইনস্টলের পর এটি চালু করে Add Rule দিন । তারপর Network Adapter, IP, port, Upload/download, speed ইত্যাদি দিয়ে OK করুন । এর বিশেষ বৈশিষ্ট হল এটি বন্ধ করে দিলেও এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে ফলে স্পিড ও Rule অনুযায়ীই নিয়ন্ত্রীত হয় । http://bandwidthcontroller.com/files/TrafficShaperXpSetup.exe
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment