Tuesday, January 5, 2010

ডসের মাধ্যমে ফরমেট করুন সহজেই

বিভিন্ন প্রয়জনে আমরা আমাদের কম্পিউটারের HARD Disk Drive টিকে DOS(Disk Operating System) এর মাধ্যমে বিভিন্ন ড্রাইভ ফরমেট এর প্রয়জনিয়তা অনুভব করি।

যদি ও অনেকে এই বেপারটি জেনে থাকবেন, কিন্তু আজকে এই টিউনটি যারা জানেন্না তাদেরকে উদ্দেশ্য করে। তো চলুন শুরু করা যাক…

ধরুন আপনি C ড্রাইভ DOS এ ফরমেট দিতে চাচ্ছেন,

তাহলে

START windows>>F8 চাপতে থাকুন>> কিছু OPTION থাকবে যার মদ্ধে COMMAND PROMPT সিলেক্ট করুন>>টাইপ করুন

“format c: /q”

Enter চাপুন

এখানে c: মানে C Drive;

/q মানে হল Quick Formet

যদি আপনি অন্ন কোনো Drive ফরমেট করতে চান তাহলে c এর স্থলে d/e/f ইচ্ছে মত করতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যাতে প্রয়োজনিয় Back Up থাকে.

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .