জিমেইলকে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রযোজন নেই। কম বেশী প্রায় সকলেরই জিমেইল একাউন্ট আছে। তবে জিমেইল নিয়ে নতুন করে কথা বলার কারণ হচ্ছে জিমেইল এখন আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলাতে ব্যবহার করা যাচ্ছে। বাংলাতে জিমেইল পেতে অবশ্যয় আপনার কম্পিউটারে বাংলা কনফিগার করা থাকতে হবে।
এবার আপনার জিমেইল বাংলা ভাষাতে রূপান্তর করতে জিমেইলে লগইন করে সেটিংএ ক্লিক করুন। এখন জেনারেল ট্যাবে ক্লিক করে উপরে language এর অংশ থেকে Gmail display language এর ড্রপডাউন থেকে বাংলা ভাষা নির্বাচন করুন। সবশেষে নিচের সেভ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার জিমেইল বাংলাতে রূপান্তর হবে যাবে। এখন থেকে মাতৃভাষা বাংলাতে জিমেইল উপভোগ করুন।
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment