Wednesday, January 6, 2010

ফেইসবুকে হ্যাকারদের আক্রমণ

সম্প্রতি হ্যাকারদের একটি দল সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকের ২০ কুটি গ্রাহকের উপর আক্রমন চালিয়েছে । এ আক্রমণের ফলে মূল উদ্দেশ্য ছিল ফেইসবুক ব্যবহারকারীদের ব্যবহৃত নাম (ইউজার নেম) এবং সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) সংগ্রহ করা। ফেইসবুকের মুখপাত্র বেরি সিনিট সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। এখন আক্রমণ পরিচালনাকারি একাউন্টটি বন্ধ (ব্লক) করে দেওয়া হয়েছে।

আক্রমণের ব্যাপারে তিনি জানান, হ্যাকারের দলটি একটি একাউন্ট থেকে তাদের বন্ধুদের এবং বিভিন্ন গ্রুপে একটি ওয়েবসাইটের সংযুক্তি পাঠায়, যেখানে বলা হয় এখানে সদস্য হতে। ওই সংযুক্তিগুলোর প্রথম পৃষ্ঠা হুবহু ফেইসবুকের মতো করে তৈরি করা। তবে এই সাইটগুলো হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকে। যেখানেও ব্যবহৃত নাম এবং পাসওয়ার্ড দিতে বলা হয়। ওই সাইটে যেসব সদ্স্য ঢুকেছেন (লগ-ইন), তাদের ব্যবহৃত নাম এবং পাসওয়ার্ড ব্যবহারকারীদের অজান্তেই চুরি হয়ে যায়।
নিরাপত্তা দলের মতে। হ্যাকারদের দলটি বিভিন্ন ধরণের বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের আগ্রহী করে লিংকগুলোতে ক্লিক করতে। যার মধ্যে এসব সাইটে বিভিন্ন রোগের ওষুধের বিবরণসহ ফেইসবুকের বিভিন্ন সুবিধা পাওয়ার কথা বলা হয়। এর আগে গত বছর হ্যাকারদের একটি দল একইভাবে কোবফেইস নামের ভাইরাস ছাড়ে, যেখানে ক্লিক করলেই গ্রাহকদের কম্পিউটারের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেত। এ ধরনের আক্রমণ থেকে সাবধানে থাকতে পরিচিত কিংবা পরীক্ষা না করে কোনো ধরনের লিংক ক্লিক না করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .