Tuesday, January 5, 2010

ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন, কোন থার্ডপার্টি সফটওয়্যার ছাড়াই!

ব্যক্তিগত ফোল্ডারের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। অনেকে আবার এই কাজটি করতে বিভিন্ন থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে। কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই আপনার ব্যক্তিগত ফোল্ডারকে সুরক্ষিত রাখতে পারেন। আমার আগের একটি টিউনে কমান্ড প্রম্পটের মাধ্যমে ফোল্ডার হাইড করার পদ্ধতি সম্পর্কে বলেছিলাম। কিন্তু এখন যে পদ্ধতি সম্পর্কে লিখছি, এই পদ্ধতি প্রয়োগ করে একই সঙ্গে ফোল্ডার হাইড এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।

নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথমে এখানেhttp://mithucmt.xtgem.com/flock.txt ক্লিক করে সম্পূর্ণ কোড কপি করে নিন
নোটপ্যাড খুলে কোডগুলো পেষ্ট করুন

পেষ্ট করা কোডে উপরের ছবিতে দেখানো যায়গায় আপনার পছন্দের পাসওয়ার্ড টাইপ করুন
*.bat এক্সটেনশন দিয়ে সেভ করুন। অর্থাৎ সেভ করার পূর্বে ফাইলটির নাম (যে কোন) দেবার পর .bat (xxxx.bat) দিয়ে তারপর সেভ করুন
এবার যে ফাইল বা ফোল্ডার হিডেন করতে চান সেখানে সেভ করা ফাইলটি রাখুন
ফাইলটির উপর ডাবল ক্লিক করুন এবং দেখুন সেখানে Locker নামে একটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে
এখন আপনি যেসব ফাইল বা ফোল্ডার সুরক্ষিত রাখতে চান সেগুলো কপি করে এই ফোল্ডারে রাখুন
এরপর আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং Y টাইপ করে Enter দিন
দেখুন Locker নামের ফোল্ডারটি গায়েব
ফোল্ডারটি ফিরিয়ে আনতে আবার *.bat ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং আপনার দেয়া পাসওয়ার্ডটি টাইপ করে Enter চাপুন
দেখুন Locker নামের ফোল্ডারটি আবার ফিরে এসেছে
এভাবে আপনার ব্যক্তিগত ফাইল বা ফোল্ডারকে একই সাথে পাসওয়ার্ড দিতে পারেন এবং লুকিয়েও রাখতে পারেন।

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .