এই অন্ধকারের মাঝেও আশার আলো নিয়ে এসেছে http://www.banglaexpress.org/বাংলা এক্সপ্রেস। যদিও তাদের এই প্রচেষ্টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তারপরও বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় ই-মেইল করার সুবিধা এই প্রথম।

বাংলায় ই-মেইল করার জন্য এই সাইটে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এই বাংলা ই-মেইলার বিশ্বের সকল মেইল সার্ভিস প্রোভাইডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আউটলুক বা ইউডোরার মত বড় বড় মেইল ক্লায়েন্টের সাথেও সমানভাবে কাজ করে।

0 comments:
Post a Comment