আজকাল অনেকেই m.facebook.com থেকে মোবাইলে Facebook চালাচ্ছে। কিন্তু এতে প্রচুর নেট খরচ হয় এবং Pc দিয়ে ব্যবহার করার মত শান্তি পাওয়া যায় না। কেমন হয় যদি এমন একটি সফ্ট পান যেটি দ্বারা আপনি খুবই কম নেট ব্যবহার করে দারুন ভাবে মোবাইলেই Facebook চালাতে পারেন??
আর দেরী না করে এখনই সে রকম একটি সফ্ট (Mobile Tribe) ডাউনলোডhttp://www.getjar.com/mobile/25379/mobiletribe-in-english/ করে নিন। এবার সফ্টটাকে আপনার মোবাইলে পাঠিয়ে দিন। যেহেতু এটি একটি জাভা সফ্ট সেহেতু এটি নকিয়া সহ অন্যান্য সকল সেটে (Java enable) চালানো যাবে।
সফ্টটি ওপেন করে facebook সিলেক্ট করুন।
এবার Username এবং Password দিয়ে Login চাপুন। এবার ইন্টারনেট এক্সেস চেলে আপনার এক্সেস পয়েন্ট সিলেক্ট করে দিন। সাথে সাথে Login হয়ে যাবে। এখন আপনি আপনার ইচ্ছামত facebook ব্যবহার করা শুরু করুন।
এই সফ্টটি দ্বারা আপনি আপনার Account এ আসা Message গুলো পড়তে পারবেন।
আপনার Friends দের ছবি সহকারে দেখে মেসেজ পাঠাতে পারবেন। আপনার নিজের Profile Picture দেখে দেখে সিলেক্ট করতে পারবেন। আবার বন্ধুদের ছবিগুলোও দেখতে পারবেন।
ইত্যাদি ইত্যাদি সুবিধা পাবেন সফ্টটি দ্বারা তাও আবার অনেক কম ইন্টারনেট ব্যবহার করে!! Login করে, মেসেজগুলো পড়ে, কোনো পছন্দের বন্ধুকে মেসেজ পাঠিয়ে, Signout করতে আপনার এক টাকাও খরচ হবে না। বেশী গেলে 70 পয়সা খাবে আর কি!!
তাই আর দেরী না করে উপরে দেয়া লিংক এ ঢুকে আপনার ডিভাইস সিলেক্ট করে ডাউনলোড করুন এবং এখনি মোবাইলে ফেসবুক চালানো শুরু করুন।
Wednesday, January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment