Thursday, January 7, 2010

"অভ্র কিবোর্ড"-এর বিকল্প "গুগল"

ওয়েবে বাংলা লেখার জন্য অন্যতম জনপ্রিয় টুল "অভ্র কিবোর্ড". ইংরেজি কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখাকে অনেকটা সহজ করে দিয়েছে এই অভ্র. কিন্তু সম্প্রতি একে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো গুগল. গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড যা গুগল অক্ষরীকরণ ব্যবস্থা বা Google Transliteration System নামেও পরিচিত. আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-

সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)

২. উন্নত সাজেশন ব্যবস্থা. আপনার প্রতিটি অক্ষর লিখার সাথে সাথে গুগল তাদের ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দে লিস্ট দিবে. এতে করে আপনার বানান ভুলের সম্ভাবনা একেবারে কমে যাবে.
উদাহরণ: u+d+a+h+o+r+o+N = উদাহরণ (অভ্র)
u+d+a+h+o+r+o+n = উদাহরণ (গুগল, এখানে 'উদাহরন' => 'উদাহরণ' হয়ে গেছে)

৩. গুগল ঘন ঘন ব্যবহৃত শব্দগুলোকে বেশি প্রধান্য দেয়. এতে লেখা আরো সহজ হয়ে যায়.
উদাহরণ: আমি যদি একবার udarohon = উদাহরন লিখি তাহলে সে পরবর্তীবার udarohon = উদাহরণ সাজেস্ট না করে 'উদাহরন' সাজেস্ট করবে.


অসুবিধা:
১. এখানে বাক্যের শেষে দাড়ি() দেয়ার কোনো ব্যবস্থা নেই. আপাতত ফুলস্টপ(.) দিয়েই কাজ চালাতে হবে.

২. নিজের পছন্দ মতো শব্দের উপর চন্দ্রবিন্দু(ঁ) দেয়া যাচ্ছে না আপাতত. আপনারা কেউ পারলে জানাবেন.

টেস্ট:
নিচের লিঙ্ক থেকে বাংলা কিবোর্ডটি টেস্ট করে দেখতে পারেন. ভালো লাগলে নিচের ডাউনলোড সেকশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন.
Click This Link http://www.google.com/transliterate/indic/Bengali

ডাউনলোড:
এখান থেকে ডাউনলোড http://dl.google.com/tag/s/appguid=%7B446C4D62-5D85-4E6A-845E-FB19AC8C84F8%7D&iid=%7BA4DC2DF7-7616-C822-57B9-9C965B6E97A3%7D〈=en&browser=4&usagestats=0&appname=Google%20Bengali%20Input&needsadmin=True/transliteration-ime/googlebengaliinputsetup.exe〈=en&browser=4&usagestats=0&appname=Google%20Bengali%20Input&needsadmin=True/transliteration-ime/googlebengaliinputsetup.exeকরুন

ইনস্টল:
ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানেhttp://www.google.com/ime/transliteration/help.html#installation ক্লিক করুন .

1 comments:

ani said...

আমি আগে অভ্র ব্যবহার করতাম , কিন্তু স্মার্ট গুগল ব্যবহার করার পর গুগলকে সবচে ভালো (এখনো ফেব্রুয়ারী ২০১০ পর্যন্ত প্রাপ্ত) বলতেই হবে. এটার স্মার্ট মিনিবার উইন্ডো যুতসই শব্দ ব্যবহার করতে সাহায্য করছে. বাংলার দাঁড়ি ব্যবহার করার জন্য "|" চিহ্ন ব্যবহার করতে হয় | বাঁকা , আঁকা তে চন্দ্রবিন্দু আসে , কিন্তু কেবলমাত্র চন্দ্রবিন্দু যেমন মৃত ব্যক্তির নামের আগে ঈশ্বেরের চন্দ্রবিন্দু দেওয়া যাচ্ছে না....... অনিমেষ রায় , পুলিশ লাইন ,বর্ধমান ,

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .