Wednesday, January 6, 2010

বাংলা সংবাদপত্রের প্রিয় লেখাটি সহজেই কম্পিউটারে সেভ করুন……

অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন কিভাবে বাংলা সংবাদপত্রের সংবাদ কম্পিউটারে সেভ করা যায়। অনেক সময় সেভ করা গেলেও ঠিকমত ফন্ট আসেনা, সমস্যা থেকেই যায়। এই লেখার মাধ্যমে এই সকল সমস্যার সহজ সমাধান দেওয়ার চেষ্টা করছি।

প্রথমেই এখান থেকে Pdf-24 সফটওয়্যারটি ডাউনলোডhttp://en.pdf24.org/download/download.php করে ইন্সটল করে নিন।



এরপর সফটওয়্যারটি রান করুন এবং মিনিমাইজ করে রাখুন।

তারপর যে সংবাদটি সেভ করতে চান সেটি ওপেন করুন এবং সেভ করার জন্য আপনার ব্রাউজারের ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করুন।

প্রিন্টার হিসেবে pdf24 নির্বাচন করুন এবং প্রিন্ট করুন।

প্রিন্ট হয়ে গেলে pdf24 সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করে প্রথম ছবিতে দেখানো সেভ বাটনটিতে ক্লিক করুন এবং আপনার প্রিন্ট করা ফাইলটির নাম দিয়ে pdf ফরমেটে সেভ করুন।


এবার সেভ করা ফাইলটি ওপেন করে দেখুন আপনার প্রিয় সংবাদটি পিডিএফ আকারে সেভ হয়েছে।



একইভাবে Ms Word-এর যেকোনো লেখা, যেকোনো ওয়েবপেজ pdf আকারে কম্পিউটারে সেভ করা যাবে।

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .