প্রথমেই এখান থেকে Pdf-24 সফটওয়্যারটি ডাউনলোডhttp://en.pdf24.org/download/download.php করে ইন্সটল করে নিন।

এরপর সফটওয়্যারটি রান করুন এবং মিনিমাইজ করে রাখুন।
তারপর যে সংবাদটি সেভ করতে চান সেটি ওপেন করুন এবং সেভ করার জন্য আপনার ব্রাউজারের ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করুন।

প্রিন্টার হিসেবে pdf24 নির্বাচন করুন এবং প্রিন্ট করুন।

প্রিন্ট হয়ে গেলে pdf24 সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করে প্রথম ছবিতে দেখানো সেভ বাটনটিতে ক্লিক করুন এবং আপনার প্রিন্ট করা ফাইলটির নাম দিয়ে pdf ফরমেটে সেভ করুন।

এবার সেভ করা ফাইলটি ওপেন করে দেখুন আপনার প্রিয় সংবাদটি পিডিএফ আকারে সেভ হয়েছে।
একইভাবে Ms Word-এর যেকোনো লেখা, যেকোনো ওয়েবপেজ pdf আকারে কম্পিউটারে সেভ করা যাবে।

0 comments:
Post a Comment