Wednesday, January 6, 2010

সাউন্ড এডিটর WavePad

ভাবছেন, এত Sound Editor থাকতে wavepad এর কথা আলাদা করে বলছি কেন?
কথায় আছে যত বড় মুখ নয়, তত বড় কথা । WAVEPAD এর ক্ষেত্রে ও তাই। ৪০০ কিলোবাইট এর software টি একটি অসাধারণ sound editor।
যত বড় Size নয়, কাজ double এর double.

আপনারা নিশ্চয় SONY SOUND FORGE এর কথা শুনেছেন। এটি যে সেরা এতে কোন সন্দেহ নেই । কিন্তু এর size অনেক বড় এবং Pc কে slow করে দেয়।
আমি Guarantee দিচ্ছি যে wavepad আপনার জন্য বেস্ট সলিউশন।


mp3, amr, wave, ogg, rm সহ আরও অনেক format এডিট এবং CONVERT সাপোর্ট করে এটি।
আর ও আছে
Amplify
Normalize
High-Pass Filter
Equalizer
Echo
Speed Change
Pitch Change
Noise Reduction
DirectX Effects সহ আরো অনেক কিছু

AUDIO CD গ্রাব করা যাবে।

এখন কথা হল, আপনার কিছু DECODER দরকার পরবে এটি চালাতে।
যেমনঃ mp3 decoder, amr decoder ইত্যাদি

WavePad http://nch.com.au/wavepad/(click here) Homepage থেকে আপনি free version WAVEPAD এবং DECODER ডাউনলোড করে নিন।
Decoder download করে একবার একবার click করলেই হবে। যদি বেশি ঝামেলা মনে হয়, তাহলে আমি যেই Version ব্যবহার করি সেটাই download করে নিন।

সেটি করার জন্য নিচের link থেকে *.jar file দুটি download করুন এবং WinRar এর সাহায্যে Open বা Extract করলেই হবে।
Serial নাম্বার সহ দেয়া হল। তবে এটি latest version নয়।

–WavePad+Serial 400kb http://d.peperonity.com/c/d/FCF6F5/246188/ssc3/home/023/cellmaza/albums/wavepad.jar.jar

–WavePad Decoder Components 780kb http://d.peperonity.com/c/d/02C041/246675/ssc3/home/023/cellmaza/albums/wavepad_components.jar.jar
http://peperonity.com/go/sites/mview/cellmaza/21481370

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .