Wednesday, January 6, 2010

!!Greatest ট্রিক!! একই Yahoo Messenger দিয়ে একাধিক Yahoo Id তে Log in করুন আর Chat রুমে নিজের অধিপত্যি বিস্তার করুন!!!

দারুন মজার এই ট্রিকটি আপনি প্রয়োগ করে অবশ্যই মজা পাবেন। এটি মোটেই কোনো কঠিন কাজ নয়। আপনি একটি Yahoo Massenger দিয়েই আপনার বিভিন্ন Yahoo id তে একই সময়ে Log in করতে পারবেন।

তো আসুন শুরু করা যাক। প্রথমে Run ওপেন করে regedit লিখে Enter চাপুন।

এবার HKEY_CURRENT_USER এ ক্লিক করে Software এ ক্লিক করুন।
এবার yahoo থেকে pager থেকে Test এ ক্লিক করুন।
এখন ডানপাশের সাদা অংশের যেকোনো জায়গায় Right Mouse ক্লিক কে New থেকে DWORD (32-bit) Value সিলেক্ট করুন।
এটার নাম Plural দিন।


কাজ প্রায় শেষ এবার Plural এ ডাবল ক্লিক করুন এবং Value data তে 1 লিখে Ok চাপুন। কাজ শেষ এবার এই Registry Editor থেকে বেরিয়ে আসুন। এখন আপনি আপনার Yahoo Messenger ওপেন করে যেকোনো Id দিয়ে Login করুন। এবার আবার Yahoo Messenger ওপেন করতে চেষ্টা করুন দেখবেন নতুন আরেকটি Yahoo Messenger ওপেন হবে এবার এটা দিয়েও আরেকটি Id তে Login করুন। এভাবে যতগুলো ইচ্ছা ততগুলো Yahoo Messenger ওপেন করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন Id তে Login করতে পারবেন।

এবার আপনাকে কি করতে হবে নিশ্চয় বুঝে গেছেন! সকল Yahoo Id দিয়ে যেকোনো একটি চ্যাটিং রুমে প্রবেশ করুন। দেখবেন আপনিই থাকবেন রুমের সকল অনলাইন ইউজারের আকর্ষনের কেন্দ্রবিন্দু!!

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .