Wednesday, January 6, 2010

সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress

একটু বুদ্বি খাটিয়েই কিন্তু Hide করতে পারেন আপনার কম্পিউটারের বর্তমান Ip Adress। ইচ্ছা করলেই আপনি ব্যবহার করতে পারেন আমেরিকা,ইল্যান্ড এর IP adress, Bangladesh এ বসেই। আমাদের বিভিন্ন সময়ে লুকানোর দরকার হয়। যেমন কারো ইমেল অথবা ফেইসবুক হ্যাকিং করার সময় Ip Adress Hide করতে হয়।কিন্তু IP adress Hide করা থাকলে কেঊ বুঝতে পারবেনা আপনি কোন জাইগা হতে হ্যাকিং করছেন।


আর এই জন্য আপনার প্রয়োজন হবে Hide IP 2009 নামের একটি সফৃটওয়্যার।সফৃটওয়্যারটি এখান থেকে http://gmsr-mobile.webs.com/hide-ip.htmকম্পিউটারে ডাঊনলোড করুন। তবে সফটওয়্যারটি কাজ করার জন্য আপনাকে অবশ্যই Microsoft .NET Framework ইন্সটল করা থাকতে হবে।

যদি না থাকে তাহলে এখান হতেhttp://gmsr-mobile.webs.com/microsoft.net.htm ডাঊনলোড করুন। সফটওয়্যারটি কম্পিউটারে করার পর এবার Hide IP 2009 সফটওয়্যারটি করুন।করার পর Hide IP মেনুতে ক্লিক করে Hide করুন আপনার Ip Adress

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .