Wednesday, January 6, 2010

ল্যান চ্যাটিং সফটওয়্যার

টেকটিউনে আমার প্রথম টিউন ছিলো ল্যান টু ল্যান চ্যাট করার সফটওয়্যার সর্ম্পকে জানার জন্য, এই বিষয়ে অনেকে আমাকে সাহায্য করে এবং Pop Messenger নামক একটি সফটওয়্যার ব্যবহারের পরামর্শ প্রদান করে।আমি আমার অফিসে তা ব্যবহার করা শুরু করি কিন্তু তার মেয়াদ মাত্র ৩০ দিন। এরপর আমি একটি Open source এর LAN to LAN chatting software খুঁজে পাই এবং তা ব্যবহার করা শুরু করি। আজ প্রায় ৩ মাস হলো কোন প্রকার সমস্যা ছাড়া

আমি এটা ব্যবহার করছি। এতদিন এইটা আপনাদের দেইনাই কারন যদি কোন এটা ব্যবহার করার সময় আপনারা যদি কোন সমস্যায় পড়েন তাহলে আমি কোন সমাধান দিতে পারতাম না।

আমার মনে হয় আমি এখন তা দিতে পারব।


Software টি এখান হতে Downloadhttp://sourceforge.net/project/showfiles.php?group_id=141152 করুন।
আর Internal LAN সংযুক্ত যতো Computer আছে তাতে Full Installation করে দিন। তাহলে সবাইকে আপনি পাবেন এবং সবাই আপনাকে পাবে। Chatting ছাড়াও এর মাধ্যমে আপনি যে কোন File Transfer ও করতে পারবেন।

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .